Beauty Tips

Beauty Tips-04 বুড়িয়ে যাবে না সহজে, ত্বকের যত্নে আপেলের গুনাগুন


১টি আপেল বাটিতে নিয়ে চটকে নিন। তার সঙ্গে ২-৩ চামচ গ্লিসারিন ,১-২ চা-চামচ কাচা দুধ মিশিয়ে নিতে পারেন, তারপর আপেলের প্রলেপ মুখ,হাত ও পায়ে লাগিয়ে নিন। এ ভাবে ১০-১৫ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। সপ্তায় ২-৩ দিন ব্যবহার করুন, ত্বক উজ্জ্বল এবং টানটান হবে ও বলি রেখা দূর হবে। ম্যাজিকের মত কাজ করবে স্কিনে প্রাকৃতিক ভাবে।